ইমুতে কিভাবে কাজ করে? - প্রযুক্তি প্রিয় QnA
461 বার প্রদর্শিত
"ইমো" বিভাগে করেছেন

1 উত্তর

0 টি ভোট
করেছেন
সম্পাদিত করেছেন

ইমুতে কিভাবে কাজ করে?

ইমু হচ্ছে খুবই জনপ্রিয় একটি ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ। এটি ব্যবহার করে খুব সহজেই আমরা পরিবার, পরিচিতদের সাথে যোগাযোগ করতে পারি।

অ্যাপটি ব্যবহার করে অডিও-ভিডিও কলে কথা বলা, ম্যাসেজ আদান-প্রদান করা ছাড়াও প্রয়োজনীয় ফাইল শেয়ার করা যায়।

তবে কিছু মেয়েদের ফেসবুক প্রফাইল বায়োতে লেখা থাকে "ইমুতে কাজ করি।" তারা অনেকের ইনবক্সে গিয়েও ম্যাসেজ করে বলে "ইমুতে কাজ করি। অডিও এতো, ভিডিও এতো!" laugh

এসব দেখে অনেকের মনে প্রশ্ন জাগে, ইমু তো কাজ করার জায়গা নয়, তাহলে ইমুতে কাজ করে কিভাবে! বা ইমুতে কাজ করা মানে কি!  angel

অনেকের আবার বুঝার বাকি থাকে না যে, তারা এসব বলে কী বুঝাতে চাচ্ছে।

ইমুতে কাজ করা মানে কি?

এসব মূলত প্রতারক চক্রের কাজ। তাদের দলে বিভিন্ন নারী ও পুরুষ কাজ করে।

তারা ফেসবুক ও ইমুতে মেয়েদের নামে ফেইক আইডি খুলে মানুষদের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়।

তাদের টার্গেট বেশিরভাগ প্রবাসীরা।এসব বলে টাকা নেওয়ার পর তারা ব্লক করে দেয়।

অনেক সময় বিভিন্ন ম্যাসেজের স্ক্রিনশট এবং ভিডিও কলের আপত্তিকর অবস্থার ভিডিও রেকর্ড করে রাখে এবং পরবর্তীতে এসব দেখিয়ে ব্লাকমেইল করে প্রচুর টাকা দাবী করে।

আর ভুক্তভোগীও টাকা দিতে বাধ্য হয়। তাই সকল ভাইদের প্রতি পরামর্শ থাকবে এসব প্রতারকদের ফাদে যেন না পড়েন।

না হলে পরবর্তীতে টাকা এবং  মানসম্মান সবই হারাতে হবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
"ইমো" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
1 উত্তর
"সংজ্ঞা" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
1 উত্তর
"ইমো" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর
"ফেসবুক" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
প্রযুক্তি প্রিয় QnA-তে আপনাকে স্বাগতম।

এখানে আপনি অন্যান্য সদস্যদের কাছ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং উত্তর পেতে পারেন।
...